ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

রাজুর পাশে বাংলাদেশ সেনাবাহিনী, প্রশংসায় ভাসালেন তমা মির্জা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০১:১৮ পিএম


loading/img
ছবি: কোলাজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে সবাই করেছে নানা আয়োজন। মানুষ কর্মব্যস্ত জীবন ফেলে ছুটেছেন নাড়ির টানে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ে বিপাকে পড়েছিলেন নিম্ন আয়ের মানুষ। 

বিজ্ঞাপন

পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল অতিরিক্ত বাস ভাড়া। তাই বাধ্য হয়েই সাইকেল যোগে বাড়ির ফেরার চেষ্টা করেছেন অনেকেই। তেমনি একজন গাইবান্ধা জেলার ফকিরহাটের মধ্যবয়সী মো. রাজু। ইচ্ছে ছিল ঈদের ছুটিতে পরিবারে সঙ্গে হাসি অনন্দে কাটাবেন। কিন্তু বাঁধ সাধল ঢাকা থেকে গাইবাদ্ধা যাওয়ার দুই হাজার টাকা বাস ভাড়া। উপার্জন কম হওয়ায় কোনো দিশা না পেয়ে বাধ্য হয়ে সাইকেলেই বাড়ি ফিরছিলেন। 

Screenshot_2025-06-06_170833_20250606_172035074

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে এমনই এক প্রতিবেদন প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গাইবাদ্ধার রাজুকে বাড়ির ফেরার জন্য সাহায্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা। এখানেই শেষ না, সেনাবাহিনী সদস্যরা রাজুকে ঈদ সামগ্রী উপহার দেন। এ সময় সাইকেলে বাড়ির ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২ হাজার টাকায় টিকিট কিনলে পোলাপান খাবি কী?

শুক্রবার (৬ জুন) গণমাধ্যমের ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী তমা মির্জা। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ভালোবাসা আর ভালো মানুষ এখনও আছে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |